logo
আপডেট : ৩ আগস্ট, ২০১৯ ২১:২৩
সম্মিলিত সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব: জননেতা মঞ্জুরুল আলম মোহন
ষ্টাফ রিপোর্টার

সম্মিলিত সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব: জননেতা মঞ্জুরুল আলম মোহন

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা জনাব মঞ্জুরুল আলম মোহনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধের জন্য মশক নিধনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরের বাদুড়তলা ও কাটনারপাড়া এলাকার বিভিন্ন স্থানে মশক নিধক কার্যক্রম ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বলেন, আতঙ্কিত না হয়ে এবং গুজবে কান না দিয়ে, সম্মিলিত সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। তিনি আরো বলেন, আমাদের বাড়ির আঙ্গিনা, ড্রেন, ফুলের টব, ভাঙ্গা হাড়ি-পাতিল, গাড়ির পরিত্যক্ত টায়ার, কৌটা, ড্রাম ইত্যাদি জায়গায় পানি জমতে দিবেন না। যেসব স্থানে মশা জন্মায় সেসব স্থান পরিষ্কার রাখুন। তাহলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয়। বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়। যুবলীগ নেতা সেতু খন্দকার, রেজাউল করিম খোকন, মাহমুদুন নবি সজল, রফিকুল ইসলাম, সৈয়দ সাত্তিক আলম, আদম শেখ, লক্ষ্মণ চন্দ্র দাস, সুমন, পান্নু ব্যাপারী। চুরিপট্টি দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সঞ্জিব চন্দ্র মোহন্ত। জেলা ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক রাসেল, মোস্তাফিজুর রহমান, মিথিলেস প্রসাদ, জনি, জাহিদ, তন্ময়, সিদ্ধার্থ কুমার দাস, ইমরান, সোয়েব, নাঈম, অনিক, মামুন, রাজন, নয়ন, মাহফুজার রহমানসহ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।