সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে নিজ উদ্যোগে লেকে লাল শাপলা অবমুক্ত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক। বৃহস্পতিবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় লেকে (মফিজ লেক) এই ফুল অবমুক্ত করেন আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হোসাইন ও ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মেহেদী হাসন। তারা নদী থেকে ফুল সংগ্রহ করে লেকে অবমুক্ত করেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও লেকের শোভা বর্ধনের চিন্তা থেকেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তারা। এবিষয়ে আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হোসাইন বলেন, “ক্যাম্পাসের সাথে সাথে লেকেরও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। লেকের আরোও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে আমরা নিজ উদ্যোগে নদী থেকে লাল শাপলা এনে লেকে অবমুক্ত করেছি।”
ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মেহেদী হাসান বলেন, “বিশ্ববিদ্যালয় লেকের শোভাবর্ধণ এবং মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা লাল শাপলা অবমুক্ত করেছি। আশা করি এটি সকলের মনে বাড়তি ভালোলাগা তৈরী করবে। প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়টি অনিন্দ্য সুন্দররূপে আবির্ভূত হোক এই কামনা করি।”