logo
আপডেট : ১৮ মে, ২০১৯ ১৩:৫৩
সৈয়দপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৬ টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৬ টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নে গত বন্যা ক্ষতিগ্রস্থ ৩৬টি হতদরিদ্র পরিবারের মাঝে নতুন ঢেউটিন বিতরণ করা হয়। নীলফামারী জেলা পরিষদ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ওই ঢেউটিন বিতরণ করা হয়েছে।

গতকাল বিকেলে কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ওই ঢেউটিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদ সদস্য মো. শামীম চৌধুরী। এতে সভাপতিত্ব করেন কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক চৌধুরী। ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যরা,সুধীজনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গত বন্যায় ইউনিয়নের ৩৬টি ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতিটি পরিবারকে এক বান্ডিল করে নতুন ঢেউটিন বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান  বন্যায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে ওই ঢেউটিন তুলে দেন।