logo
আপডেট : ১১ অক্টোবর, ২০২১ ১৪:১৯
বগুড়ার শেরপুরে বিদ্যুৎপৃষ্টে চাচা-ভাতিজাসহ নিহত ৩
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বিদ্যুৎপৃষ্টে চাচা-ভাতিজাসহ নিহত ৩

বগুড়ার শেরপুরে নিজ বসতবাড়ির উঠান পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে চাচা-ভাতিজাসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এরমধ্যে গুরুতর একজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল নয়টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামের বির্জন চন্দ্র ভুঁইয়ার ছেলে ক্ষিতিশ চন্দ্র ভুঁইয়া (৬৫), তাঁর ভাতিজা একই গ্রামের বিমল চন্দ্র ভুঁইয়ার ছেলে পলাশ চন্দ্র ভুঁইয়া (৩৫) ও প্রতিবেশি চাঁন চন্দ্র ভুঁইয়ার ছেলে ক্ষিতিশ চন্দ্র ভুঁইয়া (৩০)।

স্থানীয় এলাকাবাসী জানান, নিজ বাড়ির উঠান পরিস্কার করছিলেন ক্ষিতিশ চন্দ্র। একপর্যায়ে গ্রামের চুরকুটা দুর্গা মন্দির পূজাম-পে নেওয়া বিদ্যুৎ লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। এসময় তাকে উদ্ধার করতে এগিয়ে যান ভাতিজা পলাশ চন্দ্র ভুঁইয়া, ছেলে শ্রী রুবেল চন্দ্র ভুঁইয়া, প্রতিবেশি ক্ষিতিশ চন্দ্রসহ ছয়জন। এরপর তাঁরও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠিয়ে দেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই ওই তিনজন মারা যান। এছাড়া অন্য আহতদের মধ্যে গুরুতর আহত শ্রী রুবেল চন্দ্র ভুঁইয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি চলে যাওয়ায় তাদের নাম পরিচয় জানা যায়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।