logo
আপডেট : ১১ অক্টোবর, ২০২১ ১৯:৫১
মানবতার চেয়ে বড় ধর্ম আর নেই:লাখিন
প্রেস বিজ্ঞপ্তি

মানবতার চেয়ে বড় ধর্ম আর নেই:লাখিন

ওয়ার্ল্ড ভিউ বিল্ডার্স লিমিটেড ও সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান খায়রুল আলম লাখিন বলেছেন, মানবতার চেয়ে বড় ধর্ম আর নেই। আমাদের প্রত্যেককেরই মানবিক হতে হবে। যে যে ধর্মেরই হোক না কেন, ধর্মীয় উৎসবে মানুষ হিসেবে সবার পাশে দাঁড়াতে হবে।

ধর্ম যার যার উৎসব সবার। উৎসবকে প্রাণবন্ত করার জন্য সকল ধর্মের মানুষের এগিয়ে আসতে হবে। আমাদের একে অপরের প্রতি সহভাগিতা থাকতে হবে। মিলে মিশে জীবন-ধারন এবং সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যেই জীবনের যথার্থ সার্থকতা নিহিত।

সোমবার দুপুরে শহরের দত্তবাড়ী দেব সেবা ট্রাস্টি বোর্ড চত্বরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পুরোহিত নিহার ভাদুরি ও পরিবারকে শাড়ী-লুঙ্গি এবং মিষ্টি বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

এসময় উপস্থিত ছিলেন সুধীর চন্দ্র মহন্ত, মুঞ্জু দাশ, মুঞ্জু চক্রবর্তী, কল্পনা সাহা,মালতী বিশ্বাস, শ্রী প্রনব কুমার বর্মনসহ প্রমুখ।