logo
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১ ০০:০৫
ধর্মীয় সম্প্রীতির বন্ধনে দূর্গা উৎসব উদযাপিত হচ্ছে
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

ধর্মীয় সম্প্রীতির বন্ধনে দূর্গা উৎসব উদযাপিত হচ্ছে

বঙ্গবন্ধুর সোনার বাংলায় ধর্মীয় সম্প্রীতির বন্ধনে হিন্দুধর্মলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গা উৎসব পালিত হচ্ছে। বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। বঙ্গবন্ধুর ডাকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ এদেশকে স্বাধীন করেছিল। তখন থেকেই বাঙ্গালী জাতি একে অপরের সাথে মিলিত হয়ে সকল উৎসব পালন করে আসছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় বগুড়ার আদমদীঘি উপজেলার ৬৪টি দুর্গা মন্ডবের নের্তবৃন্দের সাথে উপজেলা চত্বরে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও প্রতি মন্ডবে ব্যক্তিগত ভাবে দুই হাজার টাকা করে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়,ইউপি চেয়ারম্যান খন্দকার সামছুল হক,সদর ইউনিয়ন আঃ লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা,সাধারন সম্পাদক মিহির কুমার সরকার,সহ-সভাপতি দুলাল কুন্ডু,সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুন্ড,সম্পাদক পিযুষ প্রমানিক সহ সকল মন্ডবের সভাপতি,সম্পাদকবৃন্দ।