logo
আপডেট : ৬ আগস্ট, ২০১৯ ১৫:১৬
ভারতে স্কুলবাস খাদে পড়ে নিহত ৯
অনলাইন ডেস্ক

ভারতে স্কুলবাস খাদে পড়ে নিহত ৯

ভারতের উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুলবাস খাদে পড়েছে। স্কুলবাসে কমপক্ষে ১৮ জন ছাত্র ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অন্তত ৯ ছাত্রের মৃত্যু হয়েছে। 

জানা গেছে, উত্তরাখণ্ডের তেহরিগাড়োয়ালে এই দুর্ঘটনা ঘটে। বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক, বাসটি গড়িয়ে পড়ে খাদে। প্রথমে ৮ জনের মৃ্ত্যুর খবর পাওয়া গেলেও, পরে আরও ১ জনের মৃত্যুর কথা জানায় প্রশাসন। 

এদিকে, খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় উদ্ধারকাজ। ইতিমধ্যে কয়েকজন ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজে পৌঁছে গেছে বিপর্যয় মোকাবিলা দল। 

সূত্র : নিউজ এইটিন