logo
আপডেট : ৭ আগস্ট, ২০১৯ ১৩:০২
সাহিত্য নোবেলজয়ী টনি মরিসনের মৃত্যু
অনলাইন ডেস্ক

সাহিত্য নোবেলজয়ী টনি মরিসনের মৃত্যু

আমেরিকার নোবেলজয়ী সাহিত্যিক টনি মরিসন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। গতকাল মঙ্গলবার নিহতের পরিবারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

মরিসনের পরিবারের পক্ষ থেকে বলা হয়,কিছুদিন অসুস্থতায় ভোগার পর গত ৫ অগাস্ট রাতে তিনি মারা গেছেন।এ সময় টনির পাশে ছিল তার পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবরা।

সাহিত্যে নোবেল এবং পুলিৎজার পুরস্কার ছাড়াও ২০১২ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পুরস্কার গ্রহণ করেন টনি মরিসন।

এ ছাড়া আমেরিকার সাহিত্যে অসামান্য অবদান রাখার জন্য ১৯৯৬ সালে তিনি ‘ন্যাশনাল বুক ফাউন্ডেশনস মেডেল’ অর্জন করেন।

টনি মরিসন ‘র‌্যানডম হাউজে’র প্রথম আফ্রিকান-আমেরিকান ‍নারী সম্পাদকও ছিলেন।