আগামী বছর অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ৷ তাই বিশ্বকাপের জন্য আজ বুধবার ৩৫ জনের প্রাথমিক দল ঘোষণা করতে যাচ্ছে বিসিবি।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এমনটা জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। নান্নু জানান, নিয়মিত সদস্যদের সঙ্গে এই স্কোয়াডে অন্তর্ভুক্তি ঘটবে কিছু সম্ভাবনাময় ক্রিকেটারেরও। এঁদের মধ্যে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলি অন্যতম।
ওয়ানডেতে বর্তমানে মোটামুটি শক্তিশালী অবস্থানে উঠে আসলেও টি-টোয়েন্টিতে এখনো অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। র্যাংকিংয়ে দশম স্থান। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ স্টেজেও সচরাচর জয়ের দেখা পায় না টাইগাররা। তাই সামনের বিশ্বকাপকে ঘিরে পরিকল্পনা, প্রস্তুতি শুরু করেছে বিসিবি।