logo
আপডেট : ১২ মে, ২০১৯ ১২:৩৮
মেহেরপুরের গাংনীতে দুস্থদের মাঝে রমজানের পণ্য বিতরণ
মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে দুস্থদের মাঝে রমজানের পণ্য বিতরণ

লেখাপাড়ার অর্থ সঞ্চয় ও ছাদকা সংগ্রহ করে দুস্থদের হাতে রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিলেন উদ্যোমী ছয় যুবক। আজ দুপুরে মেহেরপুরের গাংনী হাইস্কুল ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ওই ছয় যুবকের সমন্বয়ে গড়ে উঠা ছাদকা ভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান ‘সেবা’ প্রতি বছরই দুস্থদের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করে থাকে।

চাউল, আটা, লবণ, তেল, খেজুর, মুড়িসহ ৮টি পণ্য দিয়ে প্রতিজনের মাঝে ২৫ কেজি করে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। একটি ছোট্ট পরিবারে রমজান মাসের চাহিদা মেটাবে এ সামগ্রী।

অনুষ্ঠানে ‘সেবা’ সংগনের উদ্যোক্তা আতিকুর রহমান সুমনের সভাপতিত্বে অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন সৌদি প্রবাসী শ্রমিক আশরাফুল ইসলাম, সেনা সদস্য লিটন হোসেন, আরিফুর রহমান ও ‘সেবা’ সদস্য সোয়েব হাসান টিটুসহ অন্যান্য সদস্যবৃন্দ।

কোন রাজনৈতিক উদ্দেশ্য নয় সামাজিক দায়বদ্ধতা থেকেই ৩০ জন দুস্থ মানুষের হাতে রমজানের প্রয়োজনীয় পণ্য তুলে দেয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা।