টিএমএসএস কৃষি উৎপাদন বিভাগের আয়োজনে ও এসিআই এগ্রো বিজনেসের সহযোগীতায় “ফসলি এ্যাপস” বিষয়ক মাঠকর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠান গত রবিবার টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা বগুড়ায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক।বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান,পরামর্শক ও সাবেক যুগ্ম-সচিব মোঃ নাজমুল হক,পরিচালক মোঃ খোরশেদ আলম,পরিচালক মোঃ আব্দুস সালাম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন টিএমএসএস কৃষি উৎপাদন বিভাগ প্রধান মোঃ ফুয়াদ হোসেন। প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন এসিআই এগ্রো বিজনেসের প্রজেক্ট ম্যানেজার মোঃ শফিকুর রহমান। অনুষ্ঠানে বক্তরা বলেন কৃষিকে এগিয়ে নিতে হলে আধুনিক প্রযুক্তি ব্যবহার শিখতে হবে। কৃষকদের আরো দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নাই। ফসলি এ্যাপসের মাধ্যমে কৃষকেরা তাৎক্ষণিক ভাবে তাদের কৃষি সমস্যার সমাধান ও আবহাওয়া খবর জানতে পারবেন।