logo
আপডেট : ৫ নভেম্বর, ২০২১ ২১:৩৫
আদমদীঘিতে শ্যামাপূজার ধুম
আদমদীঘি বগুড়া, সংবাদদাতা

আদমদীঘিতে শ্যামাপূজার ধুম

বগুড়ার আদমদীঘি সনাতন ধর্মালম্বীদের দীর্ঘতম উৎসব শুভ দিপাবলি বা শ্যামা পূজা। করোনা মহামারির পর এবার উৎসব মুর্খর ভাবে পালন ।

আদমদীঘি উপজেলায় সনাতন ধর্মালম্বীরা উৎসব মুখর ভাবে পালন করেন শ্যামা পূজা। ছয়টি উপজেলা ও একটি পৌরসভা নিয়ে এিশটি পূজা উৎজাপিত হয়েছে।দীর্ঘদিন করোনা মহামারির পর আনন্দের যেন ঢল নেমে এসেছে উপজেলার প্রতিটি পূজা মন্দিরে । ঢোলের ,শঙ্কের,উলুর ধ্বনিতে আর বাজি ফাঁটাতে মেতে উঠেছে পূজাবাড়ির লোকেরা।

মন্দির গুলো পরিদর্শন করেন নির্বাহি অফিসার শ্রাবনী রায় ,পূজা উৎজাপন কমিটির সাধারন সম্পাদক মিহির সরকার।নশরৎপুর ইউনিয়ন এ সাথে ছিলেন নসরতপুর ইউপিরঃ প্রচার ও প্রকাশনা সম্পাদক আওয়াঃচেয়ারম্যান পদ পার্থী রাশেদুল ইসলাম রাশেদ, কাজল চৌধুরী,সোহেল রানা ,শ্যাম আগরওয়াল প্রমুখ ।