logo
আপডেট : ১০ নভেম্বর, ২০২১ ২৩:১৯
পাহারা দিয়ে তো নির্বাচনী সহিংসতা ঠেকাতে পারব না: সিইসি
অনলাইন ডেস্ক

পাহারা দিয়ে তো নির্বাচনী সহিংসতা ঠেকাতে পারব না: সিইসি

ঘরে ঘরে, পাড়া মহল্লায় পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো যায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

বুধবার (১০ নভেম্বর) বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ৮৯তম কমিশন বৈঠক শেষে ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় ধাপের নির্বাচন ঘিরে বিভিন্ন এলাকায় উত্তেজনা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে সিইসি এমন মন্তব্য করেন।

নরসিংদীসহ কয়েকটি ঘটনার সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ জাতীয় ঘটনা এভাবে পাহারা দিয়ে ঠেকানো যায় না, বাস্তবতা হলো এটা। ঘরে ঘরে মহল্লায় মহল্লায় পুলিশ দিয়ে পাহারা দিয়ে এ জাতীয় অপ্রীতিকর ঘটনা থামানো যায় না। এর একমাত্র উপায় হলো নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহনশীলতা। নির্বাচনসুলভ আচরণ করতে হবে।

সিইসি বলেন, অনেক ঘটনা হয়েছে এলাকাভিত্তিক। এছাড়া দলীয় কোন্দল, পূর্বশত্রুতার জেরে এমন অনেক ঘটনা ঘটেছে। এসবের দায়দায়িত্ব এখন কাকে দেবো। নির্বাচনী সহিংসতা থামাতে দরকার সহনশীলতা। এ জন্য রাজনৈতিক দল প্রার্থী সমর্থক সবার সহযোগিতা দরকার। স্থানীয় নির্বাচনে উত্তেজনা প্রতিদ্বন্দ্বীতার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।