logo
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১ ১৫:১৭
অসংক্রামক রোগ প্রতিরোধে পঞ্চগড়ে সচেতনতামূলক সভা
পঞ্চগড় প্রতিনিধি

অসংক্রামক রোগ প্রতিরোধে পঞ্চগড়ে সচেতনতামূলক সভা

অসংক্রামক রোগ প্রতিরোধে পঞ্চগড়ে জেলা পর্যায়ে সচেতনতামূলক সভা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে দিনব্যাপী ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আতাহার সিদ্দিকী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. তোফায়েল আহমেদ, জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. জিয়াউদ্দীন প্রমূখ।

সভায় অসংক্রামক রোগের পাশাপাশি সড়ক ও নৌ পথের নিরাপত্তা, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সর্ব সাধারণকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহবান জানান সিভিল সার্জন। এতে করে দেশে অসংক্রামক রোগ ও দূর্ঘটনার হতাহতের সংখ্যা অনেক কমে আসবে।

সভায় গণমাধ্যম কর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।