logo
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১ ১৬:০৭
ট্রাম্পের সহযোগী ব্যাননের আত্মসমর্পণ
অনলাইন ডেস্ক

ট্রাম্পের সহযোগী ব্যাননের আত্মসমর্পণ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা স্টিভ ব্যানন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) কাছে আত্মসমর্পণ করেছেন।
 কংগ্রেস অবমাননার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর গতকাল সোমবার ব্যানন আত্মসমর্পণ করেন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়।
 
 গত ৬ জানুয়ারি কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সহিংস হামলা চালান তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের উগ্র সমর্থকেরা। এই হামলার বিষয়ে কংগ্রেসের শুনানিতে ব্যাননকে তলব করা হয়েছিল। কিন্তু তিনি শুনানিতে হাজির হয়ে সাক্ষ্য বা তথ্য-প্রমাণ সরবরাহে অস্বীকৃতি জানান। এ কারণে ব্যাননকে কংগ্রেস অবমাননার অভিযোগে অভিযুক্ত করা হয়।
 গত শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল গ্র্যান্ড জুরি ৬৭ বছর বয়সী ব্যাননকে অভিযুক্ত করেন। ফেডারেল গ্র্যান্ড জুরির বিচার শুরুর আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল ব্যানন আত্মসমর্পণ করেন।
 
 ব্যাননের বিরুদ্ধে অবমাননার দুটি অভিযোগ আনা হয়েছে। প্রতিটি অভিযোগের সাজা এক মাস থেকে এক বছরের কারাদণ্ড। কারাদণ্ডের পাশাপাশি জরিমানারও বিধান আছে।
 ব্যাননকে স্থানীয় সময় সোমবারই আদালতে হাজির করা কথা। তিনি আদালত থেকে জামিন পেতে পারেন।