logo
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১ ১৬:১৩
মুম্বাইয়ে স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে আগুন
অনলাইন ডেস্ক

মুম্বাইয়ে স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে আগুন

ভারতের মুম্বাইয়ে কাঞ্জুরমার্গে স্যামসাং সার্ভিস সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার কারণে ধোঁয়াচ্ছন্ন পরিবেশ তৈরি হয় শহরজুড়ে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আটটি গাড়ি ও চারটি পানির ট্যাঙ্কার নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

প্রশান্ত কদম নামে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে জানান, রাত ৯টার দিকে আগুন লাগার খবর পান তারা। পরে আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

এদিকে, স্যামসাংয়ের মুম্বাই কর্তৃপক্ষ এ ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি।