logo
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১ ১৬:৫৩
বগুড়ায় হাড়ের ক্ষয় রোধে করনীয় বিষয়ে সচেতনমুলক ক্যাম্প অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় হাড়ের ক্ষয় রোধে করনীয় বিষয়ে সচেতনমুলক ক্যাম্প অনুষ্ঠিত

হাড়ের ক্ষয় রোধে করনীয় বিষয়ে দুই দিনব্যাপী ফ্রি সচেতনমুলক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তার কার্যালয়ের সভা কক্ষে ১৫ থেকে ১৬ নভেম্বর দুই দিনে প্রায় দুইশ জনকে হাড়ের ক্ষয়রোধে বিভিন্ন পরামর্শ প্রধান করা হয়। 

মঙ্গলবার শেষ দিনে সচেতনমুলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়া বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু, নিউজিল্যান্ড ডেউরি প্রডাক্ট বাংলাদেশ লিমিটেড এর বগুড়ার টেরিটরী সেলস এক্সিকিউটিভ মো: দুলাল। সচেতনমুলক ক্যাম্পে পরামর্শ প্রদান করেন নিউজিল্যান্ড ডেউরি প্রডাক্ট বাংলাদেশ লিমিটেড এর নিউট্রিশিয়ান ক্লিনিক ডায়িটেশিয়ান কাজী হামিদা বর্ষা। হাড়ের পরীক্ষা করেন প্যাথলজিস্ট আফসানা আক্তার রিভা। এছাড়া উপস্থিত ছিলেন টিম সুপারভাইজার উৎপল রায়, বগুড়ার মেডিকেল এ্যাসোসিয়েট এবিএম মতিউর রহমান। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন বুধবার বগুড়া পৌরসভায় সচেতনমুলক ক্যাম্পটি পরিচালনা করা হবে।