logo
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১ ১৬:৫৬
বগুড়ায় কলেজ থিয়েটারের আয়োজনে পালিত হলো নবান্ন উৎসব
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় কলেজ থিয়েটারের আয়োজনে পালিত হলো নবান্ন উৎসব

বগুড়ায় কলেজ থিয়েটার এর আয়োজনে দিনব্যাপি নবান্ন উৎসব ১৪২৮ পালিত হলো। উৎসব উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে শহরের সাতমাথা মুজিব মঞ্চ থেকে একটি শোভাযাত্রা ও পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের  অধ্য প্রফেসর মোঃ শাহজাহান আলী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ থিয়েটারের আহবায়ক রবিউল করিম হৃদয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বগুড়া থিয়েটার এর সাধারণ সম্পাদক ও বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সুলতান মাহমুদ খান রনি, প্রফেসর মোঃ আব্দুল কাদের, প্রফেসর ড. বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ বজলুর রশীদ রাজা, আব্দুল হান্নান, আবু সাঈদ সিদ্দিকী, লায়ন আতিকুর রহমান মিঠু সহ আরো অনেকে।