logo
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১ ১৪:১৬
হিলি সীমান্ত ও স্থলবন্দর পরিদর্শশনে ভারতে নিযুক্ত বাংলাদেশী উপ-হাইকমিশনার
দিনাজপুর প্রতিনিধি

হিলি সীমান্ত ও স্থলবন্দর পরিদর্শশনে ভারতে নিযুক্ত বাংলাদেশী উপ-হাইকমিশনার

দিনাজপুরের হিলি সীমান্তের জিরো পয়েন্ট,ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশী ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান ও উপ-হাইকমিশনার শামুসুল আরিফ।
 
বৃহস্পতিবার বেলা ১১ টায় ভারত থেকে হিলি সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে তিনি বাংলাদেশের অভ্যন্তের আসেন। এসময় বাংলাদেশের অভ্যন্তরে পুলিশ,কাস্টমস কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
 
পরে তিনি জিরো পয়েন্ট এলাকা, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট, হিলি স্থলবন্দর অভ্যন্তরসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।
 
এসময় হাকিমপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার শরিফ আল রাজিব,উপজেলা চেয়ারম্যন হারুন উর রশিদ হারুন,ওসি খায়রুল বাশার শামীম,ইমিগ্রেশন ওসি সেকেন্দর আলী,পানামা পোর্ট লিংক লি. এর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাবসহ অনেকে উপস্থিত ছিলেন। 
 
ভারতে নিযুক্ত বাংলাদেশী উপ-হাই কমিশনার তৌফিক হাসান জানান,ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় হিলি স্থলবন্দর একটি  গুরুত্বপূর্ণ বন্দর। আমরা এখানে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শুনলাম ভারতীয় কতৃর্পক্ষে সাথে কথা বলে সমস্যা গুলো দ্রুত সমাধান করে ব্যবসা-বাণিজ্যের গতি বাড়ানো হবে।