নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ওয়ার্ডের উদ্বোধনকরেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।শনিবার সিংড়া সদর হাসপাতালে তিনি সকাল ১১ টায় শুভ উদ্বোধন করেন।
এসময় তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন।কমিউনিটি ক্লিনিক ও উপস্বাস্থ্য কেন্দ্রে ৪৭ টিতে মেডিকেল সরঞ্জাম প্রদান করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ,সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো।
এ সময় উপস্থিত ছিলেন, সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম, সিংড়া সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আলমাস,সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা,
৩নং কাউন্সিলর জাহাঙ্গির আলম, ১ নং ওয়ার্ড কাউন্সিলর দেদার হায়াত বেনু, মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ প্রমূখ।