logo
আপডেট : ১২ মে, ২০১৯ ১২:৩৯
শেরপুরে টিএমএসএসের উদ্যোগে বিনামূল্যে থান কাপড় বিতরণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

শেরপুরে টিএমএসএসের উদ্যোগে বিনামূল্যে থান কাপড় বিতরণ

 বগুড়ার শেরপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) উদ্যোগে হতদরিদ্র নারীদের মাঝে থান কাপড় বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন সংগঠনের শেরপুর শাখা কার্যালয়ের সভাকক্ষে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরআগে হতদরিদ্র উজ্জীবিতকরণ প্রকল্পের আওতায় হতদরিদ্র ২৫জন নারীকে সেলাই প্রশিক্ষণ শেষে তাদের সেলাই মেশিন এবং চারজনকে থান কাপড় দেয়া হয়।

অত্র শাখা ব্যবস্থাপক শংকর চন্দ্রশীনের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে টিএমএসএসের শেরপুর অঞ্চলের প্রধান মো. জুয়েল হোসেন, শেরপুর প্রেসকাবের দপ্তর সম্পাদক আইয়ুব আলী, টিএমএসএসের কর্মকর্তা মুশফেকুর রহমান, উজ্জীবিত প্রকল্পের মরিয়ম খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। এই প্রকল্পের মাধ্যমে সেলাই প্রশিক্ষণ নিয়ে যারা নিয়মিত উপার্জন করছেন, এরমধ্যে মোছা. পারভীন খাতুন, দোলেনা বেগম, পারভীন বেগম ও মোছা. ফারজানা বেগমের হাতে বিনামূল্যে সাড়ে চার হাজার টাকার রকমারি রঙের থান কাপড় তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।