নরওয়ের একটি মসজিদের ভেতরে গুলি চালিয়ে একজনকে আহত করার পর এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দেশটির রাজধানী অসলোর নিকটবর্তী আল-নূর ইসলামিক সেন্টারে এক বন্দুকধারী গুলি চালায় বলে পুলিশ জানায়। পরে ওই সন্দেহভাজন ব্যক্তির বাসা থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করে নরওয়ে পুলিশ।
মৃত ব্যক্তি আটক করা তরুণের আত্মীয় জানিয়ে নরওয়ে পুলিশের সহকারী প্রধান রুনে স্কোল্ড বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তির বয়স বিশের আশপাশে। তিনি স্থানীয় বাসিন্দা ও নরওয়ের নাগরিক। আমরা এটাকে সন্দেহজনক মৃত্যু হিসেবে ধারণা করছি।’
এ ছাড়া মসজিদে ওই সন্দেভাজন একাই হামলা চালিয়েছেন বলে জানায় পুলিশ। আল-নূর মসজিদের পরিচালক ইরফান মুশতাক স্থানীয় গণমাধ্যমকে জানান হামলায় ৭৫ বছরের একজন স্থানীয় মুসলিম আহত হয়েছেন।
স্থানীয় সংবাদপত্র বুডস্টিকাকে ইরফান মুশতাক বলেন, ‘হেলমেট ও ইউনিফর্ম পরা এক শ্বেতাঙ্গ ব্যক্তি আমাদের একজন মুসলমান ভাইকে গুলি করেছে।’
পরে তিনি স্থানীয় চ্যানেল টিভি-টুকে বলেন, ‘আক্রমণকারীর কাছে দুটি শটগানসদৃশ অস্ত্র ও একটি পিস্তল ছিল। সে কাচের দরজা ভেঙে ঢুকে গুলি চালিয়েছে।’
মুশতাক আরো জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দেহবর্ম পরা বন্দুকধারীকে মসজিদের মুসল্লিরা ধরে ফেলেন।
নরওয়ের রাষ্ট্রায়ত্ত প্রচার সংস্থা এনআরকে পুলিশের এক সূত্রের বরাত দিয়ে জানায়, হামলার ঘটনার পর বায়েরুম শহরের ওই মসজিদের ভেতর থেকে একাধিক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।