নীলফামারীর সৈয়দপুরে রাকিবুল ইসলাম রকি (১৯) নামের এক কলেজ ছাত্রের গাছে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার ঈদুল আজহার দিন সকালে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জবাজারের দক্ষিণে পানি উন্নয়ন বোর্ডের সেচনালার পাড়ের একটি আকাশমনি গাছ থেকে ওই লাশটি উদ্ধার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত সোমবার সকালে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জবাজার সংলগ্ন উল্লিখিত এলাকার একটি গাছে এক কিশোরের লাশ ঝুলতে দেখেন এলাকাবাসী। পরে ঘটনাটি সৈয়দপুর থানা পুলিশকে অবগত করা হয়। সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাপ্পী ঘটনাস্থলে পৌঁছে সুরতহার প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে খবর পেয়ে নিহতের বড় ভাই কামারুল ইসলাম রাশেদ সৈয়দপুর থানায় গিয়ে লাশটি তাঁর ছোট ভাই কলেজ ছাত্র রাকিবুল ইসলাম রকির বলে সনাক্ত করেন।
নিহত রাকিবুল ইসলাম রকি সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে এবারে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে। সে নীলফামারী সদরের চাপড়া সরমজানী ইউনিয়নের বড়ুয়া পাটোয়ারাীপাড়ার মো. আফজাল হোসেন ছেলে। ছয় ভাইয়ের মধ্যে সকলের ছোট ছিল রকি।সে পরিবারের অন্যান্যদের সঙ্গে সৈয়দপুর শহরের কয়ানিজপাড়ায় থাকতো। নিহত রকির বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কামারুল ইসলাম রাশেদ জানান, ঘটনার দিন তাঁর ভাই গ্রামের বাড়ি যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে যায়। পরে রাতে তাঁর মুঠোফোনে কল করে বলা হয় আপনার ভাই সমস্যায় পড়েছে। আপনারা দ্রুত আসেন। এর পর থেকে আর ওই নম্বরে যোগাযোগ করে আর পাওয়া যায়নি। আর তাঁর ভাইয়ের এ ধরনের করুণ মৃত্যুর কোন কারণও তারা খুঁজে পাচ্ছেন না। তিনি অভিযোগ করে বলেন, তাঁর ছোট ভাই রাকিবুল ইসলাম রকিকে হত্যা করে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার জন্য গাছে লাশ ঝুলে রাখা হয়েছে। তবে তাঁর ভাইয়ের হত্যাকান্ডটি প্রেমঘটিত হতে পারে বলে জানান তিনি।সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হাসনাত খান জানান, এ ঘটনায় থানায় একটি অপমুত্যৃ মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।