logo
আপডেট : ৩০ নভেম্বর, ২০২১ ১৬:৫২
বগুড়া চেম্বার সভাপতি মিলনের রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত
প্রেস বিজ্ঞপ্তি

বগুড়া চেম্বার সভাপতি মিলনের রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত

বগুড়ায় ভাসমান, ছিন্নমূল, অবহেলিত জিয়ারুল, বিলকিছ, হালিমা, ঝর্ণা,মনি, হোসনে আরা, সালেমা, আজিরুন, রশোনা, জাহানারা, বিথী, ফিরোজা ও মিানারাসহ নাম জানা-অজানা দু’শতাধিক নারী-পুরুষ, শিশু-কিশোররা প্রতিদিনের মত কবি নজরুল ইসলাম সড়কে আকবরিয়া গ্রান্ড হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে বিনা মুল্যে রাতের এক বেলা খাবার ক্ষেতে আসে। শত বছরের ধারাবাহিকতায় মরহুম আলহাজ্ব আকবর আলী মিঞার রাতের মেহমানদের সাথে হঠাৎ সাক্ষাত মেলে তার পুত্র আকবরিয়া লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হোসেন আলী দুলালের। ভাসমান ফিরোজা ব্যবস্থাপনা পরিচালককে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে বলছিলো বহু বছর পর দুলাল স্যারকে দেখলাম। তার কথার সাথে পাশে থাকা আরো অনেকে একমত পোষন করলো। আজিরুন বললো, স্যার যখন আসছে আমরা আজকে প্রতিদিনের চেয়ে আরো অনেক বেশি ভালো খাবার পাবো। 

সোমবার রাতে খাবার বিতরনের পূর্বে বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি মাছুদুর রহমান মিলনের রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে হোসনে আরা বললো, আমরা ভালো খাবার পেয়েছি আল্লাহ উনাকেও ভালো করে পরিবারে ফিরে আনবে। পরপর এগারো বার সেরা করদাতা মাছুদুর রহমান মিলন সিআইপি এমন একজন ব্যক্তি যিনি বগুড়ার ব্যবসায়ী, ক্রীড়া, সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ অসংখ্য সংগঠনকে সমৃদ্ধশালী করেছেন। তার সুবাদে মাছুমা মমতাজ ফাউন্ডেশনের মাধ্যমে বগুড়া জেলার হাজার হাজার নারী-পুরুষ পাচ্ছে সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীরা পাচ্ছে এককালীন বৃত্তিসহ নানা ধরনের সুযোগ-সুবিধা। 

শেষে দেশ জাতির কল্যানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কোতয়ালি থানা মসজিদের পেশ ইমাম শাহীন রেজা। এসময় উপস্থিত ছিলেন  আকবরিয়া গ্রান্ড হোটেল এন্ড রেস্টুরেন্টের এজিএম শামীম তালুকদারসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।