বগুড়ার সারিয়াকান্দিতে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন জেলা উপজেলা থেকে যমুনা নদীর পারে বেড়াতে আসেন বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষ। এ সময় অতিরিক্ত মানুষ এবং পরিবহনের কারনে সারিয়াকান্দি শহরের তীব্র যানজট সৃষ্টি হয়েথাকে। সরু রাস্তায় প্রতিটি বাহন গা ঘেষে থাকায় রাস্তায় পারাপারে সমস্যা হয়ে দাড়ায় পায়েহাটা মানুষের ।এই উপজেলায় ঈদ উপলে বেড়াতে আসা মানুষের সংখ্যা তুলনা মুলকভাবে বৃদ্ধি পেয়েছে। পৌর শহরের মুল সড়কটি সরু হওয়ায় অতিরিক্ত পরিবহন চলাচলে তা হয়ে দাড়ায় এক ভোগান্তির সড়ক।মঙ্গলবার বিকেলে শহরের বাঙ্গালী ব্রীজ থেকে নেমে এদিকে মাদ্রাসা মোড় পর্যন্ত অতিরিক্ত যানবাহনের কারনে সৃষ্টিহয় এক দির্ঘ যানজট। পুলিশ প্রশাসন তাহা নিরসনে রিতিমত হীমসীম খেয়ে যায়।
এসময় সারিয়াকান্দি শহরকে সেই তিব্র যানজট মুক্ত করতে এবং সড়কের সাভাবিক গতি ফিরিয়ে আনতে ও সাধারন মানুষের চলাফেরা আরামদায়ক করতে পুলিশ প্রশাসনের সাথে রাস্তায় নেমে আসেন সারিয়াকান্দি পৌর মেয়র আলমগীর শাহী সুমন। শহরের ব্যস্ততম মোড় গুলোতে যেমনঃ- মুক্তিযোদ্ধা মোড়, সারিয়াকান্দি বাজার, সিএনজি স্ট্যান্ড ও তিন মাথা সহ বিভিন্ন পয়েন্টে দাড়িয়ে পৌর মেয়র মানুষের এই দুর্ভোগের চিত্র দেখে এবং নিজেই নেমে পড়েন রাস্তায়। নিজে দাড়িয়ে হাত নারিয়ে গাড়ী চালকদের সতর্ক করেন এবং নির্দেশনা দেন। এতে অনেকটা তারারারি জানজট খুলেযায় এবং কিছুটা সময়ের জন্য হলেও স্বস্তি পান ঈদ করতে আসা সাধারন মানুষ।
এক সাাৎকারে তিনি প্রতিবেদক শিবলী সরকার কে বলেন- সারিয়াকান্দি পৌরসভা ও উপজেলা প্রশাসনের প থেকে শহরকে যানজট মুক্ত করতে এবং ফুটপাত দখল মুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যানজট নিরসনে ও জনসাধারনের চলাচল নির্বিঘ্ন করতে যে কোন করনীয় বিষয় আমরা বাস্তবায়ন করবো। এসময় রিক্সা, ভ্যান ও ইজিবাইক চালকদের যানজট ও দুর্ঘটনা এড়াতে সাবধানে চলাচল করার পরামর্শ দেন তিনি।