logo
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯ ১৭:১৯
বগুড়ার সারিয়াকান্দিতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন

বগুড়ার সারিয়াকান্দিতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস ও জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকি পালন করা হয়েছে। ১৫ই আগষ্ট বৃহস্পতিবার সকালথেকে দিনব্যপী সারিয়াকান্দি উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, সারিয়াকান্দি পৌরসভা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠন সমুহ দিবস টি উপলক্ষে কর্মসুচী পালন করে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালী বেরহয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষেন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুনজিল আলী সরকার, উপজেলা আওয়ামীরীগের সভাপতি ও বগুড়া জেলা পরিষদের সভাপতি সাহাদারা মান্নান, সহকারী কমিশনার ভুমি সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মমতাজুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ। এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা  ও সূধীজনদের উপস্থিতিতে চিত্রাংকন প্রতিযোগীতা এবং রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।