বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ইনকরপোরেটেড আরেকটি মাইলফলক অর্জনের দ্বারপ্রান্তে। অ্যাপলের বাজারমূল্য ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে চলেছে। এতে করে অ্যাপলই প্রথম কোনো প্রতিষ্ঠান হবে, যাদের বাজারমূল্য ৩ ট্রিলিয়নের মাইলফলকে মাইলফলক স্পর্শ যাচ্ছে।
সোমবার (১৩ ডিসেম্বর) অ্যাপলের প্রতি শেয়ারের মূল্য সোমবার প্রিমার্কেট ট্রেডিংয়ে প্রায় ১ শতাংশ বেড়ে ১৮১. ৭৫ শতাংশ ডলার হয়। এখন অ্যাপলের মূল্য ৩ ট্রিলিয়ন ডলার অতিক্রম করতে শেয়ারমূল্য উঠাতে হবে ১৮২ দশমিক ৭৫ ডলার।
২০১৮ সালে এক ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে অ্যাপল। পরে দুই বছরে ২০২০ সালের আগস্টে পুঁজিবাজারে কোম্পানিটির মূল্য দাঁড়ায় দুই ট্রিলিয়ন। এবার প্রতিষ্ঠানটি ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে যাচ্ছে।
শুধুমাত্র এই বছরেই অ্যাপলের শেয়ার ৩৫ শতাংশের বেশি বেড়েছে। কোম্পানিটি তার নতুন আইফোন ১৩, অন্যান্য পুরানো মডেলের আইফোনের পাশাপাশি অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি, আইক্লাউড এবং জনপ্রিয় অ্যাপ স্টোর সাবস্ক্রিপশন পরিষেবার চাহিদা বৃদ্ধিতে শেয়ারের মূল্য বেড়েছে বলে জানা গেছে।
সেপ্টেম্বরে শেষে অ্যাপলের ত্রৈমাসিকে বিক্রি প্রায় ৩০ শতাংশ বেড়ে ৮৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি হয়। এছাড়াও কোম্পানির নগদ ১৯১ বিলিয়ন ডলার রয়েছে।