logo
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২১ ১৬:৩৭
নিউজিল্যান্ডে টাইগারদের বিজয় দিবস উদযাপন
অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডে টাইগারদের বিজয় দিবস উদযাপন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নতুন রূপে সেজেছে বাংলাদেশ। লাল-সবুজের উৎসবে মেতেছে পুরো দেশ। বিজয় দিবসের ৫০ বছর উদযাপনের সেই বাধ ভাঙা আনন্দের ঢেউ আছড়ে পড়েছে যেন নিউজিল্যান্ডেও। 

সেই আনন্দে সামিল হয়ে সুদূর নিউজিল্যান্ডে বিজয় দিবস উদযাপন করলেন মুশফিকুর রহিমরা। লাল-সবুজের পতাকা হাতে ক্যামেরা বন্দী হলেন উচ্ছ্বসিত টাইগাররা।

অনুশীলনের জন্য হোটেল থেকে বর হয়েই দলবদ্ধ হয়ে ক্রিকেটাররা গাইলেন জাতীয় সঙ্গীত। সবার সঙ্গে বিনিময় করলেন বিজয় দিবসের শুভেচ্ছা। তবে বৃষ্টির কারণে অনুশীলন করা হয়নি। হাঁটা-হাটিতে সন্তুষ্ট থাকতে হয়েছে সবাইকে। 

স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা টেস্টে পজিটিভ হলেও ক্রিকেটার সবাই এখনো পর্যন্ত রয়েছেন নেগেটিভ।

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সবার নেগেটিভ রিপোর্ট আসার সুখবর দিয়েছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বিসিবি'র পাঠানো এক ভিডিও বার্তায় সুজন বলেন, ‘বিজয়ের পঞ্চাশ বছরে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো খবর আছে এখানে। আমরা মাশাআল্লাহ্‌ সবাই নেগেটিভ এসেছি রিপোর্টে। আমাদের সবাইকে অনুশীলনের সুযোগ দিয়েছে। আমি ও টিম ম্যানেজার নাফিস ইকবাল এ বিষয়ে ওদের সঙ্গে কথা বলেছিলাম যে কীভাবে কী করব? ওরা আজকে আমাদেরকে পজিটিভ নিউজ দিয়েছে। আজকে অনুশীলনে গিয়েছিলাম, তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। এখন আমাদের জিম সেশন হবে।’

নিউজিল্যান্ডে টাইগারদের তিন ধাপে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। নীল ব্যান্ড পেয়ে দলের অনেকে ৫ দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলন শুরু করেছেন। আর করোনা পজিটিভ রোগির সংস্পর্শে আসা ক্রিকেটার ও স্টাফসহ ৯ জন হলুদ ব্যান্ড নিয়ে আসেন আইসোলেশনে। 

এ নিয়ে সুজন বলেন, 'কালকে আমরা এখান থেকে বের হয়ে আইসোলেশনে চলে যাবো অন্য একটা হোটেলে। আর যাদের ইয়োলো ব্যান্ড ছিল তারা ২০ তারিখ পর্যন্ত এখানে থাকবে। কালকে থেকে তারা জিম ব্যবহার করতে পারবে। আর ২১ তারিখ তারা আমাদের সঙ্গে যোগ দেবে। ইনশাআল্লাহ্‌ সবাই ভালো আছে, সুস্থ আছে।’

স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ সম্পর্কে সুজন বলেন, ‘রঙ্গনা হেরাথকে আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি সবাই সুস্থ এবং মাশাআল্লাহ্‌ সবাই আমরা নেগেটিভ আছি আলহামদুলিল্লাহ্‌।’