ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসির এক দ্বীপে যাত্রীবাহী ফেরিতে আগুন ধরে যাওয়ার পর দুই শিশুসহ সাতজন নিহত এবং চারজন নিখোঁজ হয়েছেন।
শনিবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের মুখপাত্র হ্যারি গোল্ডেনহার্ডের এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম আল অ্যারাবিয়া।
তিনি এই বিবৃতিতে জানান, হঠাৎ ফেরির ইঞ্জিনে আগুন ধরে যায় এবং দ্রুতই তা অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। ডিজেল ট্যাংক বিস্ফোরণের ফলে এই আগুনের সূত্রপাত হয় বলে মনে করছে পুলিশ।
গণমাধ্যমটি জানায়, ফেরিটিতে কত জন ছিলেন তা স্পষ্ট নয়। যাত্রীদের তালিকা বলছে, ফেরিটিতে ৫০ জন ছিলেন কিন্তু নিহত সাত জনের পাশাপাশি ৬১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এরপরও চার যাত্রী নিখোঁজ আছে জানান পর আবার অনুসন্ধান শুরু করা হয় বলে উল্লেখ করা হয়েছে গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটিতে।
ইন্দোনেশিয়ায় সামুদ্রিক দুর্ঘটনা সাধারণ বিষয়। ১৭ হাজারের বেশি দ্বীপের দেশটিতে নিম্নমানের নিরাপত্তা সত্ত্বেও অনেকেই যাতায়াতের জন্য ফেরি ব্যবহার করে থাকে।
অনেক ফেরিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলা হয়। গত বছর সুমাত্রা দ্বীপে এক যাত্রীবাহী ফেরিডুবির ঘটনায় ১৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।
এর আগে ২০০৯ সালে সুলাওয়েসি ও বোর্নিও দ্বীপের মাঝামাঝি এক ফেরিডুবির ঘটনায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়।