logo
আপডেট : ১ জানুয়ারী, ২০২২ ২৩:২৪
কাহালুতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বই বিতরণ
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ

কাহালুতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বই বিতরণ

শনিবার সকালে বগুড়ার কাহালু উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলার প্রাক-প্রাথমিক শিক্ষা, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর মাঝে বিনামুল্যে বই বিতরণ করা হয়। উক্ত বই বিতরণের উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু ও নন্দীগ্রাম উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিন্ড সুপার ভাইজার আলহাজ্ব মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, কাহালু মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, কাহালু রিসোর্স সেন্টার কাম-অফিসের কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ, সাধারণ কেয়ারটেকার আব্দুল বারী, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক সেকেন্দার আলী, হেদায়েতুর রহমান, রেশমা খাতুন ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলার প্রাক-প্রাথমিক শিক্ষা, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষা কেন্দ্রের অন্যান্য শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ।