logo
আপডেট : ৩ জানুয়ারী, ২০২২ ১৫:১৪
ওমিক্রন মোকাবেলায় করণীয় নির্ধারণে সন্ধ্যায় বৈঠক
অনলাইন ডেস্ক

ওমিক্রন মোকাবেলায় করণীয় নির্ধারণে সন্ধ্যায় বৈঠক

চোখ রাঙাচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে মারণভাইরাস করোনার এই নতুন ধরনটি। প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে লকডাউন দেওয়া হয়েছে। উদ্ভূত এমন পরিস্থিতিতে আন্ত মন্ত্রণালয় বৈঠক ডেকেছে সরকার। আজ সোমবার সন্ধ্যা ৬টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অন্যরা ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে অংশ নেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রম পরিস্থিতি নিয়ে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি দেশের বিভিন্ন জেলার ডিসি, এসপি, ডিআইজি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য বিভাগের পরিচালক, সিভিল সার্জনরা ভার্চুয়ালি যুক্ত থাকবেন। বৈঠকে ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। 

এদিকে, বাংলাদেশেও করোনার এই নতুন ধরনের উপস্থিতি পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে এখন পর্যন্ত মোট সাতজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।