logo
আপডেট : ৫ জানুয়ারী, ২০২২ ১৫:৩০
বিক্ষোভের মুখে কাজাখস্তানে সরকারের পতন
অনলাইন ডেস্ক

বিক্ষোভের মুখে কাজাখস্তানে সরকারের পতন

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের মুখে পদত্যাগ করেছে কাজাখস্তানের সরকার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার (০৫ জানুয়ারি) কাজাখ সরকারের পদত্যাগের বিষয়টি স্বীকার করেছেন দেশটির রাষ্ট্রপতি কাসিম-জোমার্ট টোকায়েভ।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাটির প্রধান চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ ভয়াবহ রূপ ধারণ করে। ভাঙচুর অগ্নিসংযোগ সহ আরও বিভিন্ন ঘটনা ঘটতে থাকে চত্বর ও তার আশেপাশের এলাকাজুড়ে। মেয়র অফিসের দিকে আগাতে থাকা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে পুলিশ । তারপরও কয়েক ঘণ্টা ধরে চলতে থাকে সংঘর্ষ।