logo
আপডেট : ৬ জানুয়ারী, ২০২২ ১৫:১৭
কাজাখস্তানে বিক্ষোভে পুলিশের গুলি, বহু নিহত
অনলাইন ডেস্ক

কাজাখস্তানে বিক্ষোভে পুলিশের গুলি, বহু নিহত

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে পুলিশের গুলিতে বহু বিক্ষোভকারী নিহত হয়েছেন। তাদের বিরুদ্ধে সরকারি ভবনে হামলা চালানোর চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার আল জাজিরা এ খবর জানায়।

বিক্ষোভ দমনে রাশিয়ার সশস্ত্র বাহিনী কাজাখস্তানে পুলিশের সঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানায়, বুধবার দিবাগত রাতব্যাপী পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা সরকারি ভবনে হামলার চেষ্টা চালিয়েছে।

বহু বছর ধরে রাজনৈতিক স্থিতিশীল কাজাখস্তানে সম্প্রতি জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান হাজার হাজার মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির প্রেসিডেন্ট কাশিম-জোমার্ট তোকায়েভ মন্ত্রীপরিষদকে বরখাস্ত করেন। সেইসঙ্গে তিনি দেশটির বৃহত্তম শহর আলমাতিতে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন।

দেশটির প্রেসিডেন্ট বুধবার সকালে প্রধানমন্ত্রী আসকর মানিমের নেতৃত্বাধীন মন্ত্রীপরিষদের পদত্যাগ গ্রহণ করেন।

সেইসঙ্গে তিনি ভারপ্রাপ্ত একটি মন্ত্রীসভাকে লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য নিয়ন্ত্রণে কাজ করার জন্য নির্দেশ দেন।

প্রেসিডেন্ট কাশিম-জোমার্ট তোকায়েভ কাজাখস্তানে পেট্রল, ডিজেল ও অন্যান্য ‘সামাজিকভাবে গুরুত্বপূর্ণ’ ব্যবহারিক জিনিসপত্রের মূল্য নিয়স্ত্রণে রাখারও নির্দেশ দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলমাতি শহর ছাড়াও পশ্চিমাঞ্চলীয় মাঙ্গিসতাউ প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।