logo
আপডেট : ৬ জানুয়ারী, ২০২২ ২১:২৪
স্বামী স্ত্রীর ভোট যুদ্ধ
পোরশায় চেয়ারম্যান পদে স্বামী৩৬৬১, স্ত্রী পেয়েছেন ২৮ভোট
পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশায় চেয়ারম্যান পদে স্বামী৩৬৬১, স্ত্রী পেয়েছেন ২৮ভোট

নওগাঁর পোরশায় চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে স্বামী শফিকুল ইসলাম পেয়েছেন ৩হাজার ৬৬১ভোট। তার স্ত্রী তুহিনারা পেয়েছেন মাত্র ২৮টি ভোট। স্বামী শফিকুল ইসলাম ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী ও স্ত্রী তুহিনারা বেগম ছিলেন সতন্ত্র প্রার্থী।

জানা গেছে, ৫ম ধাপের ইউপি নির্বাচনে পোরশা উপজেলার ছাওড় ইউপিতে চেয়ারম্যান পদে মোট প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন ৬জন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ১জন, আওয়ামী লীগের বিদ্রোহী ১জন, ইসলামী আন্দোলন মনোনীত ১জন। বিএনপি সমর্থীত ২জন, ও সতন্ত্র মহিলা প্রার্থী ১জন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম ও সতন্ত্র মহিলা প্রার্থী তুহিনারা স্বামী-স্ত্রী।

এ ইউপিতে নৌকা মার্কার প্রার্থী মোস্তাফিজুর রহমান ৫হাজার ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি হিসাবে শফিকুল ইসলাম পেয়েছেন ৩হাজার ৬৬১ ভোট। মোটরসাইকেল মার্কার সতন্ত্র প্রার্থী বুলবুল আলম পেয়েছেন ২হাজার ১৪২ভোট। হাতপাখা মার্কার প্রার্থী আবুল কাশেম পেয়েছেন ১হাজার ২৯৬ ভোট। ঘোড়া মার্কার সতন্ত্র প্রার্থী শফিনুর ইসলাম পেয়েছেন ৩২টি ভোট। এবং তুহিনারা পেয়েছেন ২৮টি ভোট।