logo
আপডেট : ৭ জানুয়ারী, ২০২২ ১৬:৫১
বাংলাদেশের জয় বিশ্বক্রিকেটের জন্য ভালো : টেইলর
অনলাইন ডেস্ক

বাংলাদেশের জয় বিশ্বক্রিকেটের জন্য ভালো : টেইলর

মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এটাই টাইগারদের প্রথম জয়। অন্যদিকে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শেষেই অবসরে যাচ্ছেন অভিজ্ঞ কিউই ব্যাটার রস টেইলর। স্বাভাবিকভাবেই এমন পরাজয়ে তিনি হতাশ। তবে হতাশা কাটিয়ে বাংলাদেশের এই জয় ক্রিকেট খেলাটির জন্যই দারুণ ব্যাপার বলে মনে করেন নিউজিল্যান্ডের সফলতম এই ব্যাটার।

আজ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রস টেইলর বলেন, 'নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে, আমার মনে হয় এটি (বাংলাদেশের জয়) বিশ্বক্রিকেটের জন্য ভালো। অবশ্যই আমরা হতাশ যে আমরা তেমন কোনো লড়াই করতে পারিনি। পুরো সময়টায় আমরা স্রেফ উড়ে গেছি। তবে আমার মনে হয়, টেস্ট ক্রিকেটের টিকে থাকার জন্য, বাংলাদেশের উঠে আসা প্রয়োজন। এই জয় থেকে ওরা অনেক আত্মবিশ্বাস পাবে, শুধু এই সফরের জন্য নয়, আগামী কয়েক বছরে নিজেদের সব সফরের জন্যই আত্মবিশ্বাসী হবে ওরা।'

বাংলাদেশের প্রশংসা করলেও ক্রাইস্টচার্চে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ টেইলর। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড কখনো হারেনি। হ্যাগলি ওভালে আটটি টেস্ট খেলে সাতটিতেই জিতেছে নিউজিল্যান্ড। অন্য ম্যাচটি ড্র হয়েছে। টেইলর আরো বলেন, 'আমরা ১-০ ব্যবধানে পিছিয়ে। এখন আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। আর এমন মাঠে খেলাটা হবে, আমরা যেখানকার কন্ডিশন সমন্ধে জানি এবং অনেক সাফল্যও পেয়েছি। কিউরেটরের কাছে গড়পড়তা উইকেটই চেয়েছি এবং তিনি সায় দিয়েছেন।'