logo
আপডেট : ১০ জানুয়ারী, ২০২২ ২২:৩৩
নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যান গ্রেফতার
অনলাইন ডেস্ক

নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যান গ্রেফতার

নর্দান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (১০ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) আবু ইউসুফ।

জানা যায়, খিলক্ষেত থানায় আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্টের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ভূইয়ার করা একটি মামলায় মো. আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়।

মামলার লিখিত অভিযোগে বলা হয়, আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ ২০১৩ সালে নর্দার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস করার জন্য আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্টের কাছ থেকে পাঁচ বিঘা জমি কেনার বায়নাপত্র করেন। যার মূল্য ধরা হয় ৫০ কোটি টাকা। তখন তিনি ৩০ কোটি টাকা পরিশোধ করলেও ২০ কোটি টাকা পরিশোধ না করে জাল দলিল তৈরি করেন। দলিলে ৯ কোটি ৩৩ লাখ টাকায় জমি কেনা হয়েছে রেজিস্ট্রি দেখানো হয়।