পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন বনের আগুনকে আন্তর্জাতিক সংকট বলে উল্লেখ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
তিনি এক টুইটে আমাজন বনের আগুন নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিখেন: আমাদের ঘর পুড়ছে যা পুরো বিশ্বের অক্সিজেনের ২০ শতাংশ যোগান দেয়। আগামী জি ৭ সম্মেলনে তিনি এটিকে প্রথম এজেন্ডা হিসেবে উল্লেখ করবেন বলেও জানান। গত কদিন ধরে দাবানলে জ্বলছে অ্যামাজন বন।
আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে ব্রাজিলের রাজধানী সাওপাওলো। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্স বলছে, দাবানলে প্রতি মিনিটে অ্যামাজনের প্রায় ১০,০০০ বর্গমিটার এলাকা পুড়ে যাচ্ছে, যা একটি ফুটবল মাঠের প্রায় দ্বিগুণ আয়তনের।
বিজ্ঞানীদের আশঙ্কা, এ অবস্থা চলতে থাকলে জলবায়ু পরিবর্তনবিরোধী লড়াইয়ে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে।