logo
আপডেট : ১৯ মে, ২০১৯ ১৪:২৩
খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলের মৃত্যু
অনলাইন ডেস্ক

খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

খাগড়াছড়ির মাটিরাঙায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। 

আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে বর্ণাল ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় বৃষ্টির সময় বজ্রপাতে নিজ বাড়িতে আব্দুল খালেকের স্ত্রী আয়েশা বিবি (৫০) ও ছেলে মো. মমিন (২০) মারা যান। 

এসময় আয়েশা বিবির মেয়ে আলিয়া বেগম (৩০), ছেলে আরাফাত হোসেন ও পৃথক ঘটনায় বেলতলী ইউনিয়নের খেদাছড়ার রাজিয়া খাতুন (৫৫) আহত হন। 

আহতদের মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাটিরাঙ্গা থানার ওসি সামছুদ্দিন ভূঁইয়া বলেন, ভোরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহগুলো উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।