logo
আপডেট : ১৯ মে, ২০১৯ ১৫:৩১
পঞ্চগড়ে নব গঠিত সরকারি প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের অভিষেক
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে নব গঠিত সরকারি প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের অভিষেক

পঞ্চগড়ে নব গঠিত সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের (রেজি নং-এস-১২০৪৮) অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রোববার পঞ্চগড় জেলা শহরের ডোকরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ওই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম।

সংগঠনের জেলা সভাপতি হোসেন মো. সোহরাওয়ার্দী সরকার মানিক’র সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. রিয়াদ আল মামুন রাসেল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির, সদর উপজেলা কমিটির সভাপতি এ কে এম খালেকুজ্জামান প্রধান জামিল, সাধারণ সম্পাদক মো. কেরামত আলী, সাংগঠনিক সম্পাদক মো. সামস আরফিন বাপ্পী প্রমূখ।

অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আমিরুল ইসলামকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে পঞ্চগড় জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।