রোববার দুপুরে বগুড়ার কাহালু খাদ্য গুদামে সরকারি ভাবে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, পাইকড় ইউ পি চেয়ারম্যান মিটু চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামানিক, কাহালু খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আলী আহম্মেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আলহাজ্ব মোফাজ্জল হোসেন, কাহালু মডেল প্রেসকাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন সহ মিলারবৃন্দ।
ধান ও চাল সংগ্রহের প্রথম দিন মিলারদের কাছ থেকে ১০ মেঃ ট্রন সিদ্ধ চাল সংগ্রহ করা হয়। উল্লেখ্য যে, চলতি মৌসুমী কাহালু খাদ্য গুদামে সরকারি ভাবে উপজেলার ২’শ ১৮ জন মিলারদের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ৩১ আগষ্ট/১৯ইং তারিখ পর্যন্ত চাল ক্রয় করা হবে ৪ হাজার ৭ শত ৪৫ মেঃ টন এবং সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ২৬ টাকা দরে ৫ শত ৪২ মেঃ টন ধান সংগ্রহ করা হবে।