logo
আপডেট : ১৯ মে, ২০১৯ ১৯:৪৭
শুক্রবার থেকে বাজারে পাওয়া যাবে বরেন্দ্র অঞ্চলের আম
পোরশা (নওগাঁ) প্রতিনিধি

শুক্রবার থেকে বাজারে পাওয়া যাবে বরেন্দ্র অঞ্চলের আম

নওগাঁর বরেন্দ্র অঞ্চলের আমগাছ থেকে আম নামানোর অপেক্ষায় দিন গুনছেন চাষীরা। দেশের আম বাজারে আগামী শুক্রবার থেকে পাওয়া যাবে বরেন্দ্র অঞ্চলের আম। আর মাত্র কয়েকদিন পর থেকেই শুরু হবে গাছ থেকে আম নামানোর কাজ। বাজারগুলোতে বসবে আমের আড়ৎ। ধুম কেনা বেচা হবে গাছ পাকা আম। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে আম কেনার জন্য আসছেন বড় বড় পাইকাড়। সে লক্ষে এলাকার আম চাষীরা সকল ধরনের প্রস্ততি সেরে ফেলেছেন। আগামী ২৪ই মে শুক্রবার থেকে গোপালভোগ জাতীয় আম নামানো শুরু হয়ে চলবে পহেলা জুলাই পর্যন্ত। এর মাঝে ৩০ই মে খিরসাপাত/হিমসাগর, পহেলা জুন নাক ফজলী, ৭ই জুন ল্যাংড়া, ১৫ই জুন ফজলী, ২২ই জুন আমরূপালী এবং পহেলা জুলাই আশ্বিনা আম নামানোর সীদ্ধান্ত গ্রহন করেছেন জেলা প্রশাসন।

জানা গেছে, নওগাঁ জেলার বরেন্দ্র অঞ্চলে এবছর প্রায় ১৪হাজার ৫শ হেক্টর জমিতে আম চাষাবাদ হচ্ছে। এ জেলার মধ্যে পোরশা উপজেলায় সবচেয়ে বেশি চাষ হচ্ছে আম। পোরশা উপজেলায় প্রায় ৯হাজার ২শ হেক্টর জমিতে আম চাষ করচ্ছেন চাষীরা। এ বছর পুরো জেলায় প্রায় আড়াই লক্ষ মেট্রিকটন আম উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানাগেছে।

আম চাষীরা বলছেন, অনান্য বছরের তুলনায় এবছর আবহাওয়া বেশ ভালো থাকায় বরেন্দ্র অঞ্চলের আম বেশ ভাল হবে। বিশেষ করে পোরশার আম অত্যন্ত সুমিষ্ট এবং স্বুসাধু হবে। আর মাত্র কয়েক দিন পরই এসব সুমিষ্ট এবং স্বুসাধু পাকা আম গাছ থেকে নামিয়ে বাজারে বিক্রি করা শুরু করবেন চাষীরা। প্রথমে তারা গুটি জাতীয় এবং গোপালভোগ আম বাজারে বিক্রি শুরু করবেন। এর পরে পর্যায়ক্রমে খিরশাপাত, ল্যাংড়া, ফজলী, রুপালী ও আশ্বীনা আম নামানো হবে। এ ক্ষেত্রে আম চাষীরা প্রশাসনের বেধে দেওয়া সময়কে অনুস্বরন করবেন বলে জানান।
পোরশা উপজেলার নিতপুর কলনী গ্রামের আম চাষী আব্দুল হাকিম ও উপজেলার পোরশা সদর এবং সহড়ন্দ গ্রামের কয়েকজন আমচাষী জানান, কৃষি বিভাগের নিদের্শনা অনুযায়ী এখন পর্যন্ত ভালো ভাবে আম গাছের পরিচর্যা এবং সময়মত সার ও কীটনাশক ব্যবহার করেছেন তারা। যে কারনে আম গাছে প্রচুর পরিমানে মুকুল এসেছিল। গাছে আম ধরেছেও প্রচুর পরিমানে। সব মিলিয়ে তারা এবছর আমের বাম্পার ফলনের আশা প্রকাশ করছেন। সেই সাথে নিরাপদ ও ফরমালিনমুক্ত আম তারা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করবেন বলে আশা প্রকাশ করেন।

পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, নিরাপদ আম উৎপাদনের লক্ষে চাষীদের সাথে আমরা বিভিন্ন সময়ে মতবিনিময় করেছি এবং আমরা পোরশার আমকে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে দেশে-বিদেশে রপ্তানী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি।