logo
আপডেট : ১৪ মে, ২০২২ ১১:৪১
করোনায় আক্রান্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে তার দপ্তর।

বিবৃতিতে বলা হয়েছে, দেহে করোনার উপসর্গ বোধ করায় শুক্রবার রাতে একদফা করোনা পরীক্ষা করান আর্ডার্ন। তাতে তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। তারপর শনিবার সকালে ফের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করান তিনি, সেখানেও ফলাফল ‘পজিটিভ’ আসে।

এর আগে গত ৮ মে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন জেসিন্ডা আর্ডার্নের প্রেমিক ও সঙ্গী ক্লার্ক গেফোর্ড। তারপর থেকেই আইসোলেশনে ছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তবে তাতে শেষ রক্ষা হলো না তার। এক সপ্তাহের মধ্যেই আক্রান্ত হলেন তিনি।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ২১ মে সকাল পর্যন্ত আইসোলেশনে থাকবেন জেসিন্ডা আর্ডার্ন। এ কারণে পার্লামেন্টে সোমবার ও বৃহস্পতিবারের দু’টি গুরুত্বপূর্ণ সেশনে উপস্থিত থাকতে পারবেন না তিনি।

সূত্র: রয়টার্স