logo
আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৪৮
এরশাদের আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ৫ সেপ্টেম্বর
অনলাইন ডেস্ক

এরশাদের আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ৫ সেপ্টেম্বর

এরশাদের মৃত্যুতে শূন্য হয়ে যাওয়া রংপুর-৩ ( সদর) আসনে উপ-নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি। মনোনয়ন ফরম বিক্রি করা হবে আগামী বৃহস্পতিবার।

আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 

রিজভী বলেন, রংপুর-৩ আসনে ৫ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিক্রি হবে। ৬ সেপ্টেম্বর মনোনয়ন ফরম জমা দিতে হবে এবং ৭ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাশীরা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের কাছে সাক্ষাৎকার দেবেন।' তিনি বলেন, 'মনোনয়ন ফরম সংগ্রহের জন্য ১০ হাজার টাকা এবং জমা দেয়ার জন্য প্রাথীকে ২৫ হাজার টাকা জমা দিতে হবে।'

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।