logo
আপডেট : ২০ মে, ২০২২ ১২:৩১
উন্নত বাংলাদেশ গঠনের সাথে কিশোরগঞ্জ উপজেলাও হবে উন্নয়নের রোল মডেল
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি

উন্নত বাংলাদেশ গঠনের সাথে কিশোরগঞ্জ উপজেলাও হবে উন্নয়নের রোল মডেল

নীলফামারীর জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন- উন্নত বাংলাদেশ গঠনের সাথে কিশোরগঞ্জ উপজেলাও হবে উন্নয়নের রোল মডেল। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনে সরকারের মহাপরিকল্পনায় সকলেই সহযোগিতা করুন, এ উপজেলাও উন্নত হবে। দেশের প্রথম ভিক্ষুকমুক্ত উপজেলা কিশোরগঞ্জ। এ উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামোসহ সকল ধরণের উন্নয়নে জেলা প্রশাসন সব সময় নজর রাখবে। তিনি বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, শাপলা বেগম, অফিসার ইনচার্জ রাজিব কুমার রায়। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগেড়র সভাপতি জাকির হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা আঃ গনি, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ফজলে রহমান, স্থানীয় প্রেস ক্লাবের আহ্বায়ক আবু হাসান শেখ, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম, কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক,  সুশীল সমাজের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও ছাত্র-ছাত্রী। পরে ঈদ পুর্নমিলনী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন পুটিমারী ইউনিয়নের ধাপের ডাংগায় নির্মিত মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হাসনাত সরকার, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম প্রমুখ। এছাড়া তিনি একই দিনে বাহাগিলী ইউনিয়নের এইচবিবি ১ হাজার মিটার রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হাসনাত সরকার, বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজা উদ্দৌলা লিপ্টন প্রমুখ।