logo
আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৪৬
ঢাকা সফরে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক

ঢাকা সফরে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ দুইদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার দিবাগত রাতে তিনি ঢাকায় এসে পৌঁছান। ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ‘ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওরা)’ সম্মেলনে যোগ দিতে তার এই সফর।

ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে বুধ ও বৃহস্পতিবার (৪ ও ৫ সেপ্টেম্বর) এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, কেনিয়া, সিশেলস, মরিশাস ও মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময় ঢাকা সফর করছেন যখন ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কে জটিল টানাপোড়েন চলছে।

এর আগে গত সপ্তাহে তিনি ফ্রান্স, চীন, জাপান ও মালয়েশিয়া সফর করেন এবং ঢাকা থেকে তিনি ইন্দোনেশিয়া সফরে যাবেন।

ঢাকা সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।