logo
আপডেট : ২৩ মে, ২০২২ ২২:২৬
শিবগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

শিবগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে  শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে  সোমবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলাগুলো উপভোগ করেন ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক। কিচক ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এবিএম নাজমুল কাদীর শাহজাহান, বিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম, দেউলী ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম,রায়নগর ্ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, শিবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, দারিদ্র বিমমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন, সাংবাদিক সোহেল আক্তার মিঠু, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এনামুল হক, কৃতি খেলোয়ার শাহী। ২৪ মে মঙ্গলবার শিবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে।