logo
আপডেট : ২৪ মে, ২০২২ ১৪:০৬
সিঙ্গাপুর নেয়া হলো মির্জা আব্বাসকে
অনলাইন ডেস্ক

সিঙ্গাপুর নেয়া হলো মির্জা আব্বাসকে

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। একটি ফ্লাইটে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যেরা তাঁকে নিয়ে সি‌ঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মির্জা আব্বাসকে চিকিৎসার জন্য ভর্তি করা হবে। মির্জা আব্বাসের সঙ্গে তাঁর স্ত্রী আফরোজ আব্বাস ও বড় ছেলে রয়েছেন। পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মির্জা আব্বাসের জন্য দোয়া  চাওয়া হয়েছে।

এদিকে, বিমানবন্দরে অনুমতির বিষয় নিয়ে অসুস্থ মির্জা আব্বাসকে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের।

গত ১৭ মে মির্জা আব্বাসকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা আব্বাস পেটের অসুখে ভুগছিলেন। অবস্থা বেশি খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।