logo
আপডেট : ২৪ মে, ২০২২ ১৭:৩৬
পোরশায় ছাওড় ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
পোরশা (নওগাঁ) প্রতিনিধি :

পোরশায় ছাওড় ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

নওগাঁর পোরশায় ছাওড় ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাজেট ঘোষনা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট পেশ করেন ইউপি সচিব রেজাউল করিম।

২০২২-২৩ অর্থবছরে বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৩কোটি ২০লক্ষ ৬হাজার ৩০৯টাকা এবং ব্যায় ধরা হয়েছে ৩কোটি ১৯লক্ষ ২৩হাজার ৭৭০ টাকা।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুব-ক্রীড়া বিষয়ক সম্পাদক তাজামুল হক শাহ্, ছাওড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক শ্রী নরেন, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, চককিত্তলী প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক গোলাম মাওলা, ইউপি সদস্য জহুরুল হক ও হাবিবুর রহমান, হিসাব সহকারী রিপন রেজা, উদ্যোক্তা সাজেদুর ইসলামসহ শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।