logo
আপডেট : ৩ জুন, ২০২২ ২০:৩৪
'স্মৃতিতে নজরুল' প্রামাণ্য চলচ্চিত্রের শুটিং করতে কলকাতায় নির্মাতা সুপিন বর্মন
প্রেস বিজ্ঞপ্তি

'স্মৃতিতে নজরুল' প্রামাণ্য চলচ্চিত্রের শুটিং করতে কলকাতায় নির্মাতা সুপিন বর্মন

'স্মৃতিতে নজরুল' প্রামাণ্য চলচ্চিত্রের শুটিং করতে আজ  কলকাতায় যাচ্ছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বগুড়ার তরুণ চলচ্চিত্র নির্মাতা সুপিন বর্মন। 
 
চলমান সময়কে ধরে  বাংলাদেশের জাতিয় কবি,  দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে নির্মিত হচ্ছে প্রামাণ্য চলচ্চিত্রটি।বর্তমানে কবিকে আমরা কতটা মনে রেখেছি, এ প্রজন্মের নবীনদের মধ্যে নজরুল কতটা জায়গা জুড়ে রয়েছে কিংবা নজরুল আগামীতে কতটা গুরুত্বপূর্ণ সেইসব ভাবনা, তথ্য ও  চিত্রের মধ্যদিয়ে আমরা নজরুলের স্মৃতিময় সময়গুলোকে দেখতে  পারবো বলে জানান নির্মাতা সুপিন বর্মন। 
 
তথ্য চিত্রটির ভাবনা, পরিকল্পনা ও গবেষণার কাজ করেছেন লন্ডন প্রবাসী  গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক জাহাঙ্গীর রানা।  একইসাথে তথ্য চিত্রটির প্রযোজকও তিনি।   
 
আগামি ৫ জুন  থেকে  নজরুলের স্মৃতি বিজড়িত কলকাতার বিভিন্ন জায়গায় চলচ্চিত্রটির চিত্রধারণের কাজ শুরু হবে ।  নজরুলের জন্মস্থান চুরুলিয়া, বর্ধমান জেলার বিভিন্ন জায়গাসহ  বোলপুরের শান্তি নিকেতনে চলবে চিত্রধারণের কাজ। একটি সুপ্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্রটি।  আগামী নজরুল জয়ন্তীতে 'স্মৃতিতে নজরুল ' মুক্তি পাবে বলে জানান নির্মাতা সুপিন বর্মন।