logo
আপডেট : ৪ জুন, ২০২২ ২২:১৪
সৈয়দপুরে হেলাল চৌধুরী ও তিয়াস স্মৃতি মিনিবার ফুটবল টুর্ণামেন্টর শুরু
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে হেলাল চৌধুরী ও তিয়াস স্মৃতি মিনিবার ফুটবল টুর্ণামেন্টর শুরু

নীলফামারীর সৈয়দপুরে হেলাল চৌধুরী ও তিয়াস স্মৃতি মিনিবার ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর  দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। শহরের মুন্সিপাড়া খেজুরবাগ প্রিন্স স্পোটিং ক্লাব আয়োজিত টুর্ণামেন্টের দ্বিতীয় খেলায় আরামবাগ স্পোর্টিং ক্লাব বনাম ইসলামবাগ স্পোর্টিং ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। এতে ইসলামবাগ স্পোর্টিং ক্লাব ৪-০ গোলে আরামবাগ স্পোর্টিং ক্লাবকে হারায়।

এর আগে গতক শুক্রবার বিকেল তিনটায় সৈয়দপুর শহরের খেজুরবাগ মুন্সিপাড়া ঈদগাহ্ ও  খেলার মাঠে হেলাল চৌধুরী ও তিয়াস স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 
 

সৈয়দপুর উপজেলা  পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।

এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভা মেয়র রাফিকা আক্তার জাহান বেবী, সৈয়দপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগম, অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা  মো. গোলাম  মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী মো. এমদাদুল হক।
 

প্রিন্স স্পোটিং ক্লাবের সভাপতি মোখলেছুর রহমান মিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সুধীজন অবসরপ্রাপ্ত আর্মি মুজিবুর রহমান বাবু, মো. মকছুদ আলমসহ আরও অনেকে। এ ফুটবল টুর্ণামেন্টের সার্বিক সহযোগিতা রয়েছেন সৈয়দপুর পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রয়েল। এ টুর্ণামেন্টে সর্বমোট ১৬ টি ফুটবল  দল অংশ গ্রহন করছে। টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় ভোরের শিশির (রেল মাঠ) দল বনাম একতা স্পোর্টিং ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। এতে ভোরের শিশির দল ২-১ গোলে একতা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়।
টুর্ণামেন্টে প্রতিদিন খেলা রয়েছে।